এক প্রগাঢ় নান্দনিকতায়
আঙ্গুল ছুঁইয়ে দিয়েছি কবিতা ঘরে,
সেখানে তোমার মৃদু স্বরে গভীর উচ্চারণ।
প্রবঞ্চক হতাশারা মিলিয়ে গেছে কাব্য স্রোতে,
এখন উচ্ছ্বাস নিরন্তর অক্ষরে অক্ষরে।
স্থির বোধ জুড়ে বাঁশি বাজছে
মেঘের আঁচলে ডানা মেলেছে শঙ্খচিল,
অবারিত মাঠ থেকে উঠে আসছে ফসলের ঘ্রাণ…
মসৃণ কাদামাটিতে তোমার রোদের আলোছায়া
অঙ্কুরিত হতে থাকে শব্দেরা ….
অনুরণনে মুখর, স্বস্তির কলোরব আমাকে
দক্ষকৃষক করে তোলে।