একদিন আকাশকে জড়িয়ে ধরেছিলাম,
তার বিশালতাকে দুই বাহু মাঝে আঁকড়ে ধরবার ইচ্ছায়।
একদিন জলকে জড়িয়ে ধরেছিলাম,
তার লঘু ভাবে নিজেকে গড়ে তোলার জন্য।
একদিন ভূমিকে জড়িয়ে ধরেছিলাম,
তার চাপ সহ্য করার ক্ষমতা অর্জনের জন্য।
একদিন আলোকে জড়িয়ে ধরেছিলাম,
তার ঋজুতাকে আয়ত্ত করার জন্য।
একদিন শব্দকে জড়িয়ে ধরেছিলাম,
তার কম্পাঙ্কের সঙ্গে হৃদয়ের শব্দকে মেলাতে চেয়ে।
একদিন এক প্রকৃত মানুষকে জড়িয়ে ধরলাম,
হৃদয়ের বিশালতায় সে আকাশকে ছাড়িয়ে গিয়েছিল।
ব্যবহারের লঘুতায় জল লজ্জা পেয়েছিল
সর্বংসহা মেদিনীর মতো আমার সমস্ত অত্যাচার মুখ বুজে সহ্য করেছিল।
সততার ঋজু পথে আজীবন থেকে সে পৃথিবী মাঝে আলো জ্বেলে ছিল,
দুই হৃদপিন্ডের কম্পাঙ্কের অনুরণনে শব্দোত্তর শব্দ উদ্ভূত হয়েছিল।
যেটা শোনার বা বোঝার ক্ষমতা সাধারণ মানুষের ছিল না।।