অনুভূতি গুলি আজ নিষ্প্রাণ,
আগের মতন আর ওদের স্পর্ধা নেই,
নেই কাঁদিয়ে তোলার ক্ষমতা —
নেই আনন্দের উদ্যমতা।
অনুভূতি আজ হতাশ —–
জাগিয়ে তোলবার স্পৃহা তার নেই,
অকারণ আর চেষ্টা নেই,
কি আর করবে সব আজ মমি।
জীবন্ত লাশের কবরে বধ্যভূমি,
জেগে উঠবার ক্ষমতা নেই,
ক্লান্ত আর ক্ষীন হয়ে ঘুমন্ত আজ অনুভূতিরা।
হয়তো আর উঠবে না কালের নিয়মে,
যেন অকাল ঘুমের যাত্রায় দিয়েছে পাড়ি।
অনুভূতি আজ বিকলাঙ্গ —–
সব ক্ষমতার কাছে নিয়েছে ছুটি,
চাইলেই সে আর পারছেনা ঘুম ভাঙাতে নিজের,
তাই তো দিয়েছে ফাঁকি চিরতরে।