কতটুকু আনন্দ ঘনবদ্ধ হলে
বুঝে নিতে হবে শোক বিলুপ্ত?
ওত পেতে থাকা একনিষ্ঠ মাছরাঙা-
ভুলেই গেছে অতীতের মূল্যহীন বিফলতা ,
ছোঁ মেরে তুলে নেয় শিকার,
সারে বর্তমানের যাপন……
শূন্যের পরিধি থাক না বৃত্তের বাইরে,
ভোরের আকাশে শুকতারা নাই থাক,
শিশির ভেজা ঘাসে দু পা ফেলবই।
চিহ্ন গুলো দাগ রেখে যায় অতর্কিতে –
কে কতটা ছুঁয়েছে ঢেউ এর গভীরতা?
বিনম্র দিনযাপন আজ বালুচরী খেলাঘর।
কিছুটা ফিকে হোক বৈষয়ী হয় মধ্যাহ!
দগ্ধতায় বুলিয়ে দিয়েছ কোনো প্রলেপ?
দুঃখ আমার পরশপাথর,
সুখের সীমানায়………….