তোমার শুকনো কষ্টের শুনসান কার্ফু শরীরে
আমি সহাস্য সান্ত্বনার স্নান হতে পারি,
কিন্তু কিছুতেই হাবুডুবু নিঃশ্বাসের সহযোগী প্রশ্বাস নয়!
সত্যের শৃঙ্খলা না ভাঙতে পারার শোকে
কী অসহায় আমি !
সুখের স্বচ্ছ স্মৃতির জল সাঁতার কাটছে আজও
খিলখিল আমাদের মনের ভেতর ।
পৃথিবীর সবচেয়ে কালো মিথ্যের ঝাঁপি
এইসব দৃশ্য স্বাদ গিলতে না জানার ভয়ে
সরিয়ে নিয়েছে মুখ ।
তবুও একই সৈকতে এতো কাছাকাছি এত ঢেউ
কতোই অপর !
আমার দুঃখের ঝুলি মোটেও সন্তুষ্ট নয়…
ভিক্ষা পেয়ে ঠং ঠং বাজে ।
আমি তো নিতেই পারি শাকের উপরে
তোমার উপচে পড়া চাপ চাপ চাপের আঘাত !
কী করুণ শ্রুশ্রুষা ছুঁয়ে এ এক আশ্চর্য
সমান্তরাল বোধে বাঁধা পড়ে আছি,
একান্ত অনুভবের কোনও বিনিময় পদ্ধতি নেই ।