অনুচ্চারিত ভালোবাসারা যখন বাঙ্ময় হয়ে ওঠে—
ঘুমন্ত সব স্বপ্নগুলো শতদল হয়ে ফোটে।
আগাছাগুলোও স্পর্শ সুখে আজকে ভীষণ সুখী,
নাইবা হল সোহাগী গোলাপ কিম্বা চন্দ্রমুখী।
অস্ফুট অনুভূতিরা যখন প্রকট হয়ে ওঠে—
চুপকথারা মুখর হয় চিরবন্দী ঠোঁটে।
সুপ্ত যত ইচ্ছে গুলো শতেক রাশি রাশি,
মিলেছে পাখা উল্লাসে আজ আনন্দে বানভাসি।
অব্যক্ত কষ্টরা যখন করে আর্তনাদ—
মুখ না ফুটেও বুক তবুও গোনে তার প্রমাদ।
অভিমান যত ধুয়ে যায় চোখের নোনা জলে,
আবেগের ভাষা আর মেলে না সেই কপোলতলে।
অধরা জীবন যখন দেয় হঠাৎ ফাঁকি—
হিসাব মেলে না,কিছু কি ছিল বাকী!
টান পড়েছে লাটাইয়ে,হারায় সুতোর খেই,
জীবন ঘুড়ি কাটল এবার,অসীমের সীমাতেই।।