প্রতিবিম্ব খুঁজি উদ্ভাসিত আলোয়,
আমি তুলে রাখি অভ্রান্ত দেরাজে;
কাঁচ পোকা টিপে ঠিকরানো ঈর্ষা,
গা বেয়ে নামে কাঁচা সোনা রোদ্দুর,
কোনো এক রূপকথার পদব্রজে………
নির্লিপ্ত বালির রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ে;
ঢেউ কে ছুঁয়ে দেবার আকুল আকুতি ,
সাগর চেয়ে চেয়ে দেখে অলক্ষে।
নোনা হাওয়ায় মধ্যরাতের আঁচল,
গড়ে তোলে অদৃশ্য সেতু বন্ধন।
পদচিহ্ন পড়ে থাকে শুদ্ধ জোছনায়,
ঢেউ এর সাথে চলে আকুলি বিকুলি,
একাত্মে সেরে নেয় অনন্ত গূঢ় কথা……….