অকারণে হাসির শৈশব- সুখ ফুটে আছে
দৈনিক জন্মের ইথার বাগানে ।
ছানির ছোবল ফুঁড়ে ইচ্ছুক আলোকলতার
মতো সূর্য- সন্ধানী হও ।
কৃপণ মেঘের দৃশ্য গলে’
বৃষ্টির এলোচুলে দরাজ বন্যা নামে না ।
নিখুঁত নামতা বুনে অভিজ্ঞ শস্যের খাদ্য হয়েছো ।
অনন্ত মশারির মুষ্টি ফাঁক গলে
ভেসে আছো অগোছালো অখুশির কূলে ।
কারণ – প্রতিভা পালে খেটে খাক সময়ের দাঁড় ।
অকারণ কারণ বাসনা- কুঁড়ি
কুঁকড়ে ঘুমে বিষাদের হিমে ।
ভোরের জরায়ু ওমে অজগরী আঁধারের দম্ভ গলাও ।
নিজেরই নিহিত নীলে
হ্লাদিনী উৎসব -সারি চকমকি ডানার অপেক্ষায় ।