এমন এক ঝর্ণার কাছে নিয়ে চলো
শিখর থেকে নেমে আসে তোমার শরীরে
নূপুরের রিমঝিম শব্দে চেতনা ফেরে
খন্ড পাথরে কান পেতে তোমার কথা শুনি।
বড় দুর্দিনে এসেছিলে কাছে বিনিময়ে প্রেম নিয়ে
বড় অসময়ে চলে গেলে ফেলে রেখে স্মৃতি।
এমন এক নদীর কাছে নিয়ে চলো
যার ঢেউ তোমার আলতা চরণ ছুঁয়ে যায়,
শিহরণে ঢেউ ওঠে, ঢেউ ভাঙ্গে তোমার নয়নে
আমি সেই চোখে ঢেউ গোনা ভুলে যাই।
বড় আশা নিয়ে এসেছিলে আমার দুয়ারে
বড় হতাশায় চলে গেলে আফসোস নিয়ে।
আমাকে এমন এক কুটিরের কাছে নিয়ে চলো যেখানে আকণ্ঠ পিপাসায় শীতল বারি মেলে,
তোমার শাঁখা-সিঁদুরে লেখা থাকে জন্মের ইতিহাস ইতিহাসের পাতায় তোমার হাস্যময়ী মুখ দেখি।