বদ্ধ ঘর, দরজা জানালা সবই বন্ধ
আলোর প্রবেশ নেই,
ভীষণ গুমট দম বন্ধ হয়ে আসছে
তবু আছি, একটু একটু করে শ্বাস নিচ্ছি
সূর্যের দেখা পাই না
বন্ধ ঘরে সূর্যালোকের প্রবেশ নিষেধ
জানি না কোন্ ফাঁকে একদিন হঠাৎ
একচিলতে সূর্যালোকের দেখা পেলাম
মন পুলকিত হল অজানা কল্পনায়।
কিন্তু একি!
সূর্যের আলো আমার ঘরে প্রবেশ করলো
আমার কপাল ছুঁলো !
তবু আমি ছুঁতে পারছি না।
আমার কাছে অধরায় থেকে যাবে বারবার
আলোর পরশ গায়ে মাখা হবে না কখনো
ভীষণ দূর্বল, হাতে পায়ের বেড়ি ভেঙে ফেলার
শক্তি আমার নেই।