Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আমাদের মেইল করুন - banglasahitya10@gmail.com or, contact@banglasahitya.net অথবা সরাসরি আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » অথ দেড় ইঞ্চি কথা || Abhijit Chatterjee

অথ দেড় ইঞ্চি কথা || Abhijit Chatterjee

প্রায় তিন মাস হতে চলল আমার পালিতা কন্যার কোন খোঁজ নেই । সে বাড়ি ছেড়ে যে কোন দেশে , কার বাড়িতে থাকছে তা আমার জানা নেই । সে যখন শেষ বার আমার সঙ্গে দেখা করেছিল তখন ছিল পূর্ণ যুবতী । আয়তনে , মানে আড়ে- বহরে যথেষ্টই বড় হয়ে উঠেছিল । মোটামুটি ইঞ্চি তিন সাইজ হয়ে গিয়েছিল । মাস তিনেক আগে এক রাত্রিতে এল আমার কাছে , আমি তখন খেতে বসেছিলাম , ওর বরাদ্দ করা খাবারও প্রস্তুত ছিল । সে খেল না । শুধু চোখ পিট পিট করে আমাকে দেখে গেল । মনে হল কিছু বলতে চায় । আমি বলেছিলাম- ” আগে খেয়ে নে তারপর তোর কথা শুনব। বেটি খেল না । কিছুক্ষণ চুপ করে বসে ঘরের চারপাশে দেখতে লাগল । ও হ্যাঁ মনে পরেছে একবার লাঙ্গুল নাচিয়েছিল । আমি একমনে খেয়ে যাচ্ছিলাম । হটাৎই এক লাফ দিয়ে ওখান থেকে চলে গেল । আরও একটু বাদে তেনাকে আবিষ্কার করি বই-এর তাকে । বললাম- ” ওখানে তোর কাজ কি ? আমার সঙ্গে না তোর চুক্তি আছে তুই আমাকে জ্বালাবি না ? চলে আয় খেয়ে নে ” । বাধ্য মেয়ের মত তাক থেকে নেবে গেল কিন্ত খেতে এল না । আমিও রাগ করে বললাম- ” যা তোকে আসতে হবে না ” । কোন উত্তর পেলাম না । হটাৎই একটা ” চিক্ ” আওয়াজ পেয়ে দেখি সে চৌকাঠে আর তারপরই ছুটে ঘরের বাইরে চলে গেল । সে রাতে আর এল না । পরের রাতেও না । আমি রোজ ওর জন্য খাবার রাখি । যে আসেই না সেই খাবার খাবে কে ? পরের দিন সকালে ঐ খাবার যেত কাক- পায়রা- ধেরে ইঁদুর- ছুঁচো এদের পেটে । দিন যায়- মাস যায় ওনার পাত্তাই নেই । আমিও ধীরে ধীরে ওর কথা ভুলতে বসেছি । এমন সময় এই গত রবিবার রাতে , তখন প্রায় দু ‘ টো হতে চলেছে ” চিক ” আওয়াজ শুনে চমকে গেলাম । দেখি দেড় ইঞ্চি, বেশ নাদুসনুদুস চেহারা নিয়ে দরজার বাইরে । খুব আনন্দ হ’ল । কিন্ত ঘরে যে ওর খাবার নেই । তাড়াতাড়ি বিস্কুটের কৌটা খুলে হাতে নিয়ে বললাম- “আয় আয় ” । আবার ডেকে উঠল । তখনই নজরে এল ওনার পাশে ওনার ছানা । সাইজ মেরেকেটে এক ইঞ্চির মতন হবে । চৌকাঠ টপকে সে আসতে পারছে না ঘরের ভেতর । বুঝলাম উনি কেন পালিয়েছিলেন । পুরো ” লাভ স্টোরি ” কেস । তা বাপু সোমত্ত হয়েছিস, মনে পুলক জেগেছিল, হতেই পারে । তা বলে বাপকে বলবি না ? মনে মনে বললাম- বেহায়া- বেশরম । যাই হোক ছানাটাকে দেখে আমার ভালই লাগল । আমি বিস্কুট টা ওর কাছে রাখতে গেলাম । দুজনেই দৌড় দিল । বেশ কিছুক্ষণ পরে দেখি মা- বেটি, ব্যাটা ও হতে পারে বেশ আয়েশ করে ভাগাভাগি করে খাচ্ছে । খাওয়া শেষ, ফের কেটে পড়ল । আমি একটু অপেক্ষার পর শুয়ে পড়লাম । পরের দিন সকাল থেকেই দেখি ছানাটা সারা ঘর দাপিয়ে বেড়াচ্ছে । কি করে যে ঘরে ঢুকল তা ওরাই জানে আর ভগা দা জানে । এরপর শুরু করেছে যাচ্ছেতাই কান্ড । আমার কথা কানে নিচ্ছে না । উৎপাত আর উৎপাত । গতকাল রাতে একটা অদ্ভুত আওয়াজ শুনে ঘুম ভেঙে গেল । দেখি, পেরেকে ঝোলান পলি ব্যাগ যাতে বিস্কুট আছে তাই ধরে ঝুলছেন । টর্চের আলো পেয়েই এক লাফ- – মনে হল অলিম্পিকে গেলে লং জাম্পে গোল্ড মেডেল পেতই পেত । মেঝেতে রাখা প্লেট টা ফাঁকা, মানে খাবার টা খেয়েছেন । তারপরও এই উৎপাত — নাহ্ আর মানা যাচ্ছে না । ও আমার বেটি দেড় ইঞ্চির আর পাত্তাই নেই ঐ যে এসেছিল, ব্যস । বুঝলাম ছানা টাকে আমার ঘাড়ে দিয়ে উনি ফের হনিমুনে গেছেন । কয়েক দিন হ’ল রাতের ঘুম উধাও । ভাবছি কালই একটা ইঁদুর ধরা কল কিনে আনব । তোমরা কি বল ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *