তাকিয়ে দেখি পেছনেই শূন্যতা
ধাবমান ভয়ানক আগ্রাসনে।
এত এত শূন্যের বুকে শূন্যের হামাগুড়ি,
মন বুঝি হয়ে গেছে কখন চুরি!
ফাঁকা ফাঁকা ঢাকা মানসিক চত্বরে
বাউল এক গেয়ে ওঠে জীবন-সংগীত,
তারপর ফাঁকে ফাঁকে ফাঁকে যায় ঢুকে
এক রসিকের আদর, কোথায় অকথ্য অহিত?
জুড়ি মেলা ভীষণ ভার
টান-টান কাঁপুনি আর উত্তেজনায়
যেন জিতেছি এক ভয়াল সমরে,
তখন সব তুচ্ছাতিতুচ্ছ খুশীর দোঁয়ায়।
এবার নওল প্রকরণে পা টিপে টিপে
আরো আরো দৃঢ়, আরো দৃপ্ত আমি সংহত,
তাকিয়ে দেখি পেছনে সেই শূন্যতা
এক চিতায় শুয়ে অবিকল মৃত।