প্রেমের ভাবটা কখন যে কার
মনে তুলে ঢেউ,
প্রেমিক ছাড়া সে কথাটি
বুঝে নাতো কেউ।
কার সাথে কার মনের মিলে
প্রেমটা জমবে বেশ,
উদাসী ভাব রুখু চুলেই
থাকে প্রেমের রেশ।
প্রেমের বাঁশি বাজবে কখন
জানে নাতো মন,
প্রেমের পথে থাকে কাঁটা
প্রেম যে অতুল ধন।
প্রেমের ছোঁয়া মন্দকে ও
দেখায় সঠিক পথ,
পবিত্র প্রেম থাকলে মনে
চড়বে সুখের রথ।
মানব জীবন প্রভুর প্রেমে
অর্পণ করে দাও,
সফল হবে জন্ম তোমার
কৃপা যদি পাও।