তুলকালাম কান্ডগুলোর কুচকাওয়াজ
হেঁটে যায় মহাকালের দিকে ।
আস্ত সমুদ্র তুখোড় ব্লটিং পেপারে
মিইয়েছে বিনা পরিশ্রমে,
শতাব্দীর প্রতি খাঁজে ফুল ছিঁড়ে বারুদের মহাৎসব
অদেখা, অচেনা নামমাত্র নয় ঘটনা,
‘আমি’ কে ভেঙে টুকরো টুকরো করে
খুঁজে পেলাম হাজারটা ‘আমি’-র নানা অণু-পরমাণু,
মূল ‘আমি’র থেকে চরিত্র-ই পুরো আলাদা।
তৃণমূলে আগাছার কাছে শেখার অনেক কিছু
অথচ ওক, পাইন বা ইউক্যালিপটাসের দিকে
অকৃপণ তাকিয়ে তাকিয়ে অতিক্রম করি
পুরোপুরি তিন দশক …….,
এখানেই পরাস্তের বিষন্ন ভেরী
মৃদু কম্পনে তোলে নি ঝড়,
দু-হাতে আঁকড়ে রেখেছি না-বুঝ অকূল স্রোতে
বজরার স্ববেষ্টিত অভিমুখ,
পৃথিবীতে তিন ভাগ জল আর
একভাগ স্থলের পরিবর্তে বারবার জাগে
বিপরীত চিত্রখানি,
ডুবতে ডুবতে তাই বাঁচি, বেঁচে থাকি অবিশ্বাস্য।