প্রিয়তম ফিরে এসো
কথা বল
একা হলেই রাত নামে
তুমি জানো
বার বার তার ডাক
উপেক্ষা করেছি
এড়িয়ে চলেছি মায়াপথ
আমার অজান্তেই
সে হাতে জড়িয়ে রেখেছে
আমার হলুদ ওড়না
মাঝে মাঝে গলায় টান লেগে
দমবন্ধ হয় তাই
কখনো ঝরা বকুলের গন্ধও ভেসে আসে
কাজে তালা দিয়ে
বেড়িয়ে যেতে হয়
পেছনের দরজা দিয়ে
অদৃশ্য অস্পর্শ হাতে হাত রাখতেই
আনন্দ থেকে নীল চুইয়ে পড়ে
আর নুন চিনির সরবতে
দুজনে মিশে যায় নিজস্ব যাপনে