সময় দ্রাঘিমায় একাকীত্বের রেশ
অতীত স্মৃতিতে বিমগ্ন আমি,
যৌবন যেন বলছে হেসে
পুরোনো দিন ভীষণ দামি।
কত রঙিন স্বপ্ন বোনা
মন খুশি আনন্দে ভরা,
জীবন অধ্যায়ের প্রান্তে এসে
সেসব স্মৃতি আঁকড়ে ধরা।
সময় দ্রাঘিমায় একাকীত্বের রেশ
অতীত স্মৃতিতে বিমগ্ন আমি,
যৌবন যেন বলছে হেসে
পুরোনো দিন ভীষণ দামি।
কত রঙিন স্বপ্ন বোনা
মন খুশি আনন্দে ভরা,
জীবন অধ্যায়ের প্রান্তে এসে
সেসব স্মৃতি আঁকড়ে ধরা।