দু বাহুতে কুসুম-তেজ,
ষোলোআনা আক্কেলে দু আনা গোঁজামিল
অতি সহজেই পার পায় ।
দুটি কানও যথারীতি বন্ধ,
তালে তাল দিয়ে
কোলাহলের স্বরটি মুছে ফেলা যায় ।
দুটি পায়ে লাগাম বাঁধা,
সুবিধের পথটা জুড়ে যত হৈ চৈ
বিপদের মুখে কর্তার ঘাড়ে যত দায় বর্তায় !
‘আমি’র থেকে আমিটুকু অনায়াসে
আলতো তুলে মুছে ফেলে
পায়ের ওপর পা তুলে তৃপ্তিতে ভরে সময় ।