‘ হল্ট ! হল্ট ! ‘
ওরে কেমন আছিস বল ?
রোদে ভাজা , বৃষ্টি- ভেজা শরীর টলমল
ওরে কেমন আছিস বল ?
দেশ জুড়ে আজ কঠিন আইন
ভাঙিস যদি করবে ফাইন
ধরবে তোরে , মারবে তোরে , হবে হাজত বাস
এক লহমায় ঘুচবেরে তোর ঘরে ফেরার আশ।
তোর বিষাদ হৃদয় , চোখ যেন ছল ছল
ওরে কেমন আছিস বল ?
জানিস নাকো চলতে মানা,
হাঁটতে মানা সমুখ পানে
রেলের ধারে বসতে মানা ,
চড়তে মানা শকট যানে ।
খিদের কথা বলতে মানা,
দেখতে মানা আশার আলো
দিন বদলের শপথ গুলো ,
কথার পিঠে শোনায় ভালো।
তোর রিক্ত বুকে স্বপ্ন যে আজ পদ্মপাতার জল
ওরে কেমন আছিস বল ?
ঘরেতে তোর ছোট্ট শিশু,
উপোসে দিন কাটছে তার
দূর বিভুঁইয়ে আছিস পড়ে ,
ফেরার পথে নেই কো ছাড় ।
ঝড় উঠেছে আকাশ জুড়ে ,
আঘাত হানে তোরই বুকে
ঘরের প্রিয়া চাতক পাখি ,
কাঁদছে ব্যাকুল তোরই শোকে ।
এভাবে আর চলবে কত নিজের সাথে নিজের এমনতর ছল
ওরে কেমন আছিস বল ?
ওরে কেমন আছিস বল ?
কবি নীতীশ বর্মনের সাহিত্য প্রতিভার মূলায়ন করিতে বস্তব জীবন এর সথে নিজকে একাত্ম হইতে হয়।
খুব সুন্দর লেখা