সবকিছু সাজানোকে
যখন এলোমেলো করে
দেয় কোন অচেনা ঝড় ,
তখন সব আবরণ ভুলে
গিয়ে নিজস্ব চেহারায়
বেড়িয়ে পড়ে সে , মানুষ ,
জন্তু না নিছক বেঁচে থাকার
জন্য যান্ত্রিক যাপন নিয়ে
একজন টিঁকে থাকা প্রাণী
যার শূণ্য ক্যানভাসে কোন নতুন
ছবি আঁকা হয় না কখনো ।
সবকিছু সাজানোকে
যখন এলোমেলো করে
দেয় কোন অচেনা ঝড় ,
তখন সব আবরণ ভুলে
গিয়ে নিজস্ব চেহারায়
বেড়িয়ে পড়ে সে , মানুষ ,
জন্তু না নিছক বেঁচে থাকার
জন্য যান্ত্রিক যাপন নিয়ে
একজন টিঁকে থাকা প্রাণী
যার শূণ্য ক্যানভাসে কোন নতুন
ছবি আঁকা হয় না কখনো ।