অচিনপাখি, উড়েছিলাম পাশাপাশি
দিনেরশেষে সন্ধ্যা যখন নামলো এসে,
চোখ জুড়ানো আঁধার পারের আলোর দেশে–
যাচ্ছি নাকি! অচিনপাখি,এই দুজনে পাশাপাশি!
মনের বীণায় সুর জাগানো দোদুলদোলায়-
অচিনপাখি, কজন তোমায় এমনি ভোলায়?
ধানের ক্ষেতে মেঠোপথে নিদাঘ বেলায়
ভোরের শিশির প্রখর তাপে যখন শুকায়
সুরের মায়ায় বৃষ্টি নামে সাঁঝের বেলায়
তোমার সঙ্গ নবতরঙ্গ নিশীথ বেলায়।
অচিনপাখি, উড়ব যখন পাশাপাশি
ভয় পেওনা ধরবো না ওই নিশীথ শশী,
দিও তোমার সঙ্গসুধা দিবসনিশি
অচিনপাখি, উড়বো যখন পাশাপাশি।
দিন ফুরালে সন্ধ্যা কালে নিশীথ শশী
আলোর মায়ায় ভরে যখন এ দশ দিশি
দিনের সকল ব্যস্ততা আর কর্ম নাশি
অচিন পাখি মুখোমুখি বসবো দুজন পাশাপাশি।
প্রাণের কথা মনের ব্যথা দুঃখ হাসি
এক জীবনের কান্নাহাসি যাবে ভাসি।
হে বিধাতা আশিস মাগি তোমার কাছে
সঙ্গী বিহীন নয় যেন কেউ জীবন ব্রতে
সুরের বীণা বাজে যেন মধুর রাতে
অচিন পাখি জীবন সাথী সারাজীবন সঙ্গী থাকে।।