এই আমাদের অচিনপুর।
হৃদয় জুড়ে বর্ষা নামে বেলতলার মাঠে।
বছরভর মধুমাস-আঁকাবাঁকা পথ চলেছে গভীর গহন সুখে।
মায়াহরিণ বাতাস ছোটে কাছেই কোন অরণ্যের খোঁজে।
অরণ্য নয় ছেলেবেলা,
গাছে গাছে ফলসা ধরে আছে-কেয়াফুলের গন্ধ মাখা সকাল
কখন বিকেল হয়ে আসে।
আজ বিকেলে ছিল তোমার নিমণ্ত্রণ।
তুমি এলে হারিয়ে যাওয়া চিঠির ঠিকানায়।
বুকের মধ্যে তেমনি আছে সন্ধ্যা সকালগুলি,
ঘুঘু ডাকা দুর্গাদালান তেমনি আছে আজও।
সেই খানেতে তোমার শরীর জুড়ে নরম মধুর ঘ্রাণ -শ্রাবণ মাসে
কাজলমেঘে আকাশ ঘিরে বাদল ফিরে আসে।