সম্পর্কগুলো সব ভঙ্গুর
স্বার্থের দাসানুদাস :
ফেললে কড়ি মিলবে তেল
ভানুসিংহের বেসাতি ।
স্বার্থের শেষ অধ্যায়ে
পশ্চাৎদেশ দর্শন :
ভালো বন্ধু , ভালো স্বজন
সবাই স্বার্থের দাস ।
খয়রাতীর জীবন
তোলাবাজের জুলুম ,
কাটমানি খোর
অতল সমুদ্দুর ।
সহজ জীবন
চলে না আর :
অথৈ দেনা
দুস্তর পারাবার ।।