দেখতে দেখতে আট বছর হল ,
সে যে ছায়াসঙ্গী আমার ।
বয়স তখন পনেরো কি ষোল ,
জীবনে প্রথম প্রেমের অঙ্গীকার ।
আর দেরি নয় ,
আমি চাকরী পেয়েছি , শুনেছো নিশ্চয় ।
আর কিসের ভয় ।
বাড়ীর মতেই হবে শুভ পরিনয় ।
বহুদিনের প্রতীক্ষার, হবে অবসান ।
মানষিক দুশ্চিন্তা থেকে পেয়েছি পরিত্রান ।
এইবার তো শোনাও, মিলনের সেই গান ।
আমার মতো , তুমিও খুশি তো ?
তোমার বাড়িতে প্রস্তাব নিয়ে যাব, আমি আজই ।
আচ্ছা, তোমার বাবা হবেন তো রাজি ?