নতুন অবয়বের গোল গোল দুটি চোখ
জ্বলে উঠে অন্ধকারে,
চেনা চাউনির মাঝে অচেনা মুখশ্রীটা
কাছে এসে আঘাত করে।
পৃথিবীর কোন কিছু নতুন মনে হয়না
প্রতি নিয়ত এ যেন চলছে !
বীজ বোনা হয়েছিল বছর আগে ,
তথাপি আজো মেলেনি সংকেত
কোন সবুজের ;
খরতার শুষ্ক উঠোন ফেটে আছে
আকাশে মেঘের চিহ্ন নেই
তাই ভ্রুণ জাগতে পারেনি…
হৃদয় সবুজের অঙ্কুরোদগম হয়নি।