জীবন জুড়ে অঘোর নেশা
আছে চিত্ত ছেয়ে,
নেশা পর্দা চোখটা ঢাকা
ছুটি স্বপ্নে বেয়ে।
নানারকম নেশা আমার
বিবেক দোরে তালা,
গোলকধাঁধা খাচ্ছি খাবি
গলে ভুলের মালা।
ধরাকে সরা ভেবেই আমি
ভুলের পথে চলি,
পরকে লুটে বুক ফুলিয়ে
মিছরি মুখে বলি।
অঘোর নেশা সর্ব নেশা
মাশুল তাঁর পেয়ে,
প্রভুর পায়ে মনটা রাখি
মার্জনাটা চেয়ে।
সারা বিশ্ব মুঠোয় পেতে
জ্ঞানের কথা পড়ি,
জ্ঞানীর বাণী শুনে শুনেই
জ্ঞান ভান্ড ভরি।