কোথায় আজ বীর নেতাজী?কোথায় আজ সে সব কবি?
কোথায় আজ মাতঙ্গিনী ? বিনয় বাদল দিনেশ ,ক্ষুদি?
দেশপ্রেমের মন্ত্র নিয়ে গাইবে কে আর জয়গান ?
“দিল্লী চলো” ডাক দিয়ে কে উৎসর্গ করবে প্রাণ !
জাতির হৃদে জাগিয়ে আশা স্বদেশপ্রীতি ঐক্যতানে
ভালোবাসার আলো জ্বালাও বলবে কারা গানে গানে ?
নেতৃত্ব দিয়ে পতাকা হাতে সর্বাগ্রেই গেলেন যিনি ,
হাস্য মুখে বুলেট বুকে মৃত্যু ছুঁলেন মাতঙ্গিনী !
অগ্নিযুগের ছোট্ট ক্ষুদি বাংলা মায়ের সুসন্তান
মানেননি পরাধীনতা মাতৃভূমির অসম্মান ।
অত্যাচারী কিংসফোর্ডের প্রাণনাশের চেষ্টা করে ,
ব্যার্থ হয়েও ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছিলেন সেদিন ভোরে।
কত কষ্ট সহ্য করে কত শহীদ দিলেন প্রাণ।
মাস্টারদা সূর্য সেন , হিন্দু কিংবা মুসলমান।
শ্রদ্ধা ভরে প্রণাম জানাই , শুভক্ষণে নিই শপথ
ন্যায়ের সাথে আপোস করে উচ্চ শিরে চলব পথ