লোকটা তাড়া খেয়ে ছুটে এসে
ঢুকেছে আমার চিলেকোঠায়
পাণ্ডুর মুখটায় ওর বাঁচার সে কী আকুতি ।
চেয়ে দেখি আমার ঘরের দোরে
যমদূত প্রায় সশস্ত্র দুজন দাঁড়ানো ।
ঠাকুর তুমি অন্তরের মণিকোঠা থেকে হাঁকলে –
“মাভৈঃ, বাঁচাও এই শরণাগতকে,
‘সত্য কলির তপস্যা’ হলেও
শুধু সত্য আঁকড়ে থেকো না,
এ মিথ্যে হবে সত্যের চেয়েও দড়।”
আমি আর নীরব থাকতে পারলাম না
শিকারী কুকুর প্রায় ঝাঁপাতে উদ্যত
সশস্ত্র লোক দুটোর সামনে দাঁড়ালাম,
তোমারই বাণী অকৈতবে বেরিয়ে এল অন্তর থেকে
‘এখানে ঢোকেনি কেউ’।
চলে গেল ওরা, শরণাগত লোকটার মুখে
ঝলমল করে ওঠলো রামধনুর রঙ।
বুঝলাম এ মিথ্যে সত্যের চেয়েও দড়
এটাই হল কলির আসল তপস্যা
এমন সত্য অকৈতবে আমায় বলতে দাও ঠাকুর।