সমীকরণের প্রতিটি পরত জুড়ে বেহিসেবী ধূলিঝড়,
স্মৃতির পাতায় উঁকি মারে বিভ্রান্ত বিহ্বল আস্তরণ,
চোখ ধাঁধানো মরীচিকার মোহ মুখোশের আড়াল,
ছদ্মবেশী অবয়বে ঘুরপাক খায় অভিমানী কৌশলী কারুকাজ।
দিনের তন্ময় আলোর মত সমান্তরাল যাপন,
কথার বাঁকে ইঙ্গিতে ভ্রুকুটিহীন বহমান মনস্তত্ত্ব ।
প্রত্যন্ত গভীরে সম্মোহনী শক্তিতে ভর করে ছদ্মবেশী দেয়াল,
সঞ্চয়পত্রে জমে জমে স্তূপীকৃত অবাঞ্ছিত অলকাপুরী।
বালুচরে আছড়ে পড়ে দুর্বিনীত ঘুর্ণিঝড়ে,
দমকা হাওয়ায় উড়ে যায় পাপের স্থাপত্য,
খান খান করে ভেঙে পড়ে মুখ ও মুখোশের মধ্যকার লুকোচুরি,
নৈঃশব্দের তীব্র ভাষায় মাস্তুল খেই হারায় মাঝ দরিয়ায়।
তবু ঈর্ষার সহজপাঠে চলে নিখুঁত উচ্চারণ,
ছদ্মবেশীর মেকি অনুকরণে ঢাকা পড়ে যায় জীবনের শাশ্বত প্রবাহ।