যা ভেবেছি ঠিক নয় , প্রমাণিত হলে
ভুলের কপালে চাঁদ
আয় আয় টিপ দিয়ে যাবো ।
উপরি শব্দ- স্বাদ পেয়ে ও হারিয়ে
ক্রমাগত ঘুরে চলে কবিতার পাঁচালী পরিধি ।
সাত্বিক কুয়াশায় ঢাকা আছে
আগামীর অকর্ষিত বীজের বাগান ।
তবুও সকালে পায় দুপুর- পিপাসা ,
দুপুর আগাম চায়
রাত- চরা বোধের বন্দিশ ।
ঠিকুজি সুলুক সব সিম্ সিম্ সময়ের হাতে ।
এ কথা প্রকৃতি বোঝে ,
মানুষের প্রকৃতি বোঝে না ।