পৃথিবীতে প্রতিটা মানুষের ব্যথা আছে।
তবে তা প্রকাশ করার ভঙ্গি সবার আলাদা রকমের।।
কেউ হাসে আনন্দে আবার কেউ হাসে চোখের জল লুকিয়ে রাখতে।
কেউ ব্যথা প্রকাশ করে কেউ লুকিয়ে রাখে মনের অতল গভীরে
যেখানে তার নিজের হাতও পৌঁছাতে পারে না।
তবুও সেই অতল স্পর্শি জায়গাটাও কারোর একটা চেনা হয়।
যার সেই চেনার মানুষটা থাকে তার চোখে জল থাকলেও মনে জল থাকে না।
শত কমল প্রস্ফুটিত থাকে সেখানে।
গুঞ্জন তুলে যায় ভ্রমর।
আর যার চেনার লোক থাকে না তার মন জুড়ে বারিধির জল
আর চোখে থাকে রামধনুর মতো ক্ষণিকের হাসি।
মেঘলা আকাশে রামধনু হাসলেও তার কোন এক কোণে লুকিয়ে থাকে জল ভরা কালো মেঘ ।
যেমনটি লুকিয়ে থাকে আকাশের বুকে রামধনু হাসি মুখে।
কিন্তু আকাশের হাসি ভরা চোখের কোণায় চিকচিক করা ব্যথার নীরব অশ্রু….
অনবদ্য সৃষ্টি । মুগ্ধতা একরাশ ।
ভাল থাকুন সুস্থ থাকুন
লেখার থাকুন।
♥️♥️❤❤♥️♥️