রাধা নাম ধরে বাঁশী বাজে সুরে এলো বুঝি শ্যামরায়,
সব সখীগন পুলকিত মন যতনে রাই(কে) সাজায়।
গলে গজমতি ছড়িয়েছে দ্যুতি হাতে কঙ্কণ শোভে,
রাই রূপ হেরি বিনোদ বিহারি প্রেমে কি বিভোর হবে?
আঁখি’তে কাজল কানে কুন্ডল পরেছে ঘাগরা চোলি,
নাগরের সনে আজ নিধুবনে হরষে খেলবে হোলি।
ব্রজ নন্দন শ্রীরাধা রমন রঙে পিচকারি ভরে,
রঙ খেলে যায় অনিমেষ চায় চোখে না পলক পড়ে!
রাই বলে ওগো মোর কথা রাখো, তোমায় রাঙাবো কানু,
হেসে শ্যাম বলে আমি প্রতি পলে প্রেমেই যে নতজানু!
নয়নে নয়ন মদন মোহন রাই(কে) বাঁধে বাহু ডোরে,
শ্যাম মনোহর রাই চিত চোর আছে আবেশের ঘোরে!
রাঙা হলো মন রাঙা নিধুবন ফাগ রঙে হোলি খেলা,
সখীগন গায় যেনো না ফুরায় এমন মিলন বেলা।
যুগল স্মরিয়া মানসে হেরিয়া হোলি রঙ দিনু পায়,
সাধনা’র ধন শ্রীরাধা রমন রেখো গো চরন ছায়।