হেমন্ত ছুঁয়েছে ধরা শীতল আবেশ
কুয়াশার আঁচলেতে ছেয়ে গেছে ধরা
ভোরের শিশির রাজে ঘাসে ঘাসে ভরা
প্রভাত রবির করে মৃদু স্নিগ্ধ রেশ।
উত্তুরে বাতাস বয় প্রতিটি নিমেষ
তুষার পর্বত চূড়া হিমানীর ঝরা
শীতের আধার ছায় ধরণীতে কড়া
সোনালি ধানের ঢেউ খেলে মাঠে বেশ।
মর্মরিত বৃক্ষপত্র হয়ে অসহায়
ধরাতলে পড়ে কাঁদে নিভৃতে নির্জনে
অভিমানী হয়ে কভু ধায় দূর পানে।
ফুলে ফলে ভরা শাখী বৃক্ষে শোভা পায়
সোনা রোদ খেলে যায় মাঠ ঘাট বনে
নদী কূলে নৌকা যত ভরা হয় ধানে।