হেমন্তে চিঠি এলো শিশিরের খামে
প্রেমের সুরভি মেখে ভালোবাসা নামে।
ফুলের কোমল গালে সোহাগী মায়ায়
মায়াময় ছোঁয়া যেন শীতল ছায়ায়।
টুপটাপ শিশির যে মৃদু তালে ঝরে
পাতাদের গায়ে পড়ে সোহাগেতে ভরে।
হেমন্তে মাঠে পাকা ধানেদের শীষে,
চাষিদের শ্রম কথা আছে সেথা মিশে।
হিম হিম শীত মেখে হেমন্ত বলে,
নবান্নে গীত গাবো আয় সবে চলে।
তরতাজা খেজুরের রসে খাবো
পিঠে
মায়ের হাতের তৈরী লাগে বড়ো মিঠে।
হলুদ সর্ষের ক্ষেতে মনোহরা শোভা
ফুলে ফুলে ধরা ভরে মন করে লোভা।
দাঁড় বেয়ে মাঝি চলে গেয়ে নদী বুকে
কলসী কাঁখেতে লয়ে বধূ হাসি মুখে।
হেমন্তে রূপ খানি দোলা দেয় মনে,
অলিদের প্রেম কথা ফুলেদের সনে।
বন বনানী সকল অপরূপে সাজে
কবি মনে কাব্য কথা লিখনীতে রাজে।