হেমন্তিকায় মৃদু হিম বায়
বয়ে চলে ধরা মাঝে,
মিঠে রোদ হাসে সুখে মন ভাসে
নানা ফুলে বাগ রাজে।
মাঠে পাকা ধান ছড়ায় যে ঘ্রাণ
সোনার বরণে ভরা,
চাষি কেটে তুলে সব দুখ ভুলে
নিয়ে যায় ঘরে ত্বরা।
ঢেঁকি আওয়াজে খুশি বীণ বাজে
কিষান কিষানি মনে,
ভানে ধান রাশি বদনেতে হাসি
বুক ভরা সুখ সনে।
শিউলি হরষে খেজুরের রসে
গাছ হতে পাড়ে হাঁড়ি,
নবান্ন চালে পিঠে গড়া কালে
নেবে কিনে সব বাড়ি।
ফুলে ফুলে ঢলে মধুকর পলে
ঘুরে ফিরে সুর তানে,
দেব কাঞ্চনে পুলকিত মনে
ঝাঁকে আসে মধু টানে।