এসো সারারাত জেগে রই রাকার আলোতে,
যেখানে নক্ষত্র খসে পড়বে ঠিক অন্তরাত্মাতে।
এসো দুজনে গল্প করি মনের বন্ধন মুক্ত করে,
কি হবে আজ এই মাঝ বয়সে এসব ধরে।
জীবনের মূল্যবান সময় গুলো দিয়েছি ফাঁকি,
আর নেই সময় নষ্ট করবার আজ যে বাকি।
অসম্ভবের বন্ধন ছিঁড়ে বেরিয়ে এসেছি আমি,
তোমার মূল্য আজ আমার কাছে সবচেয়ে দামী।
বুঝিনি হয়তো সেদিন তুমি কি চাইছো বলতে,
আজ বুঝি সময় এসেছে সব বুঝে নিতে।
তবু বারবার বিবেক দিচ্ছে কড়া নাড়া,
আজ সময় এসেছে তাই দিচ্ছি আমি সাড়া।
এসো আমার স্পর্শ ছুঁয়ে বাহু অঙ্গনে,
যেখানে শান্তির পরিতৃপ্তি নেবো বন্ধনে।
পারবো আজ সব আমি মনের কথা বলছি,
পারতে হবে আমায় হৃদ্যতায় একান্তে তাই বলছি