সুশোভিত বিপুল ধরা
ফলে ফুলে আছে ভরা
দেখে মুগ্ধ আঁখি,
গাছের শাখে কিচিরমিচির
ডাকে নানা পাখি।
নীলাকাশে মেঘের ভেলা
সারাটা দিন করে খেলা
রবি দেখে হাসে,
আকাশ বুকে হাজার তারা
রাতের বুকে ভাসে।
প্রকৃতি যে ক্ষুব্ধ অতি
মূঢ় মানুষ করছে ক্ষতি
লোভ লালসায় ভরে,
ধ্বংস করে পাখি ও গাছ
ডাকছে বিপদ ঘরে।
বিশ্বজুড়ে উষ্ণায়ণে
ত্রাসের ছায়া প্রতিক্ষণে
পাচ্ছে যে টের সবে,
লাগাম টানো লোভে এবার
বাঁচতে সবার হবে।