বিশ্ববাসী ডাকে যে তোমায় বিশ্বকবি বলে
আমি তোমায় ডাকি হৃদয়ের কবি বলে,,,
তুমি আছ স্বপনে তুমি আছ চেতনে
তুমি আছ জাগরনে আর আছ শয়নে।
তোমার বাণী ছড়ায় সূর্যালোক মনের অন্দরমহলে
জলতরঙ্গের রিনি রিনি বাজে যে হৃদয়কমলে।
অত্যাচারের বিরুদ্ধে গিয়ে ত্যাগিলে তুমি নাইট
প্রতিবাদে সামিল হয়েও করোনি তুমি ফাইট,,,
কবি তুমি নওগো শুধুই, তুমি অহঙ্কার
বুঝিয়ে দিলে পলে পলে তোমাকেই দরকার।
তুমিই শ্রেষ্ঠ একথা আজ মানে বিশ্ববাসী
তাইতো রবি তোমার কাছে ঋণী জগতবাসী ।
মনোকষ্ট মনে রেখে লিখেছ কত গান
তাইতো রবি সবাই করে তোমার জয়গান ।।