যে যৌবনবতী অধরাই রয়ে যায়
জানি না কি করে দাঁড়ালো কবির দ্বারে
দেহ মন তার মদির উল্লাসে দোলে
বৃষ্টি পড়েছে ভিজেছে দোদুল তালে।
ভিজে মেঘগুলো চাঁদ তারা ঢেকে দেয়
ঝিরিঝিরি করে বৃষ্টি বাদল ঝরে
জোনাকি গুলো কি গাছের কোটর ঘরে
দুটি অন্তর শুধু প্রেমাগুনে পোড়ে।
নব যৌবনা গুণে গুণে পা ফেলে
ভেজা হাওয়া তেই আঁচল খানিক দোলে,
বৃষ্টি ভেজা বসন সে বুকে টানে
মিলনের আশে স্ফুরিত অধর মদিরা পানে।
বৃষ্টি ওদের অতি কাছাকাছি আনে
বৃষ্টি বিন্দু চুলে, কপালে ও নয়নে ,
বুকে টেনে নেওয়া মূহুর্ত শুভ ক্ষণে
হঠাৎ বিজলী চমকায় প্রাঙ্গণে।
হৃদয়ের আলো মুক্তা ঝর্ণা ধারায়
মিলন বহ্নি বিদ্যুৎ সম চমকায়
চঞ্চল বায় সোহাগ পরশ বুলায়
মিলনের গান বেজে ওঠে দোতারায়।
ভালো লাগা আর ভালোবাসা খেলা চলে
দুটি হৃদয়ের প্রাণপণে মিশে যাওয়া
বিধুরা প্রকৃতি মধুর মিলন মাঝে
এ ভালোবাসায় পৃথিবী টা বদলায়।।