হাসা-হাসি কতো প্রকার
জানেন তো সবাই
এখন আমি হাসির কথা
একটু বলে যাই।
দিহান হাসে হি হি করে
কাইস হাসে হা হা
আড়িয়ানা গালে হাসে
দিয়ানাও তাহা।
মুচকি হাসি মিচকি হাসির
কথা সবাই জানে
বিড়াল চন্ডি হাসির খবর
বলতে আমায় টানে।
কারো দাদা কারো নানা
হয়ে আছি আমি
আমার হাসি ওদের কাছে
সব হাসির চে’ দামী।