দৃঢ় প্রত্যয়ের সাথে
জীবনের দুর্গম পথ অতিক্রম করে
এগিয়ে চলাই জীবন l
সরলরেখা বেয়ে যারা চলেছে এ পথ!
বোঝে নি আসল উল্লাসের আস্বাদ l
যে স্বপ্ন জাগিয়ে রাখে বহুকাল,
মস্তিষ্কের দ্বারে নাড়ে কড়া,
জানান দেয় “হার মানা বারণ “
এমন স্বপ্নের অধিকারী আমার হৃদয় l
বিঘা সমান ক্যাকটাসের মাঝে একটা গোলাপ,
জীবন খোঁজে এমন হাসি!
তাই তো এগিয়ে চলি সকল বাঁধা অতিক্রম করে l
এলোমেলো কিছু শব্দ যোগে গড়ি কবিতার বদন l
হৃদয় ক্ষয়ী চিন্তাগুলোর বাসা ধুলিসাৎ করবো
কলমের ধারে l
বলুক লোকে ” কি এমন লেখে “
নিন্দুকের সমালোচনা জাগায় মনোবল l
অলস দুপুরে, বিনিদ্র রাতে বাঁচতে শিখিয়েছে কলম,
তাই আমার ডায়েরি বলে “হার মানা বারণ “….. I