হে বন্ধু হাত ধরে পার করো বোলো না বিদায় দাও
আরও কাছে ডাকো সুনিবিড় করে আপনার করে নাও।
দেখো কাশ ফুল ফুটে আছে বনে শোভাতে চোখ জুড়াও
প্রকৃতির রূপে বিমোহিত আমি আমাকে গান শোনাও।
বিশ্বাস করে তব হাত ধরে এতোদূরে আমি আসি
এ নদীর তীর ছায়া সুনিবিড় কতো সবুজের রাশি।
হাত ধরে তুমি নিয়ে চলো সখা তোমাকেই ভালোবাসি
তোমার প্রেমের সুরভী মনের নিশিদিন হাসি খুশী।
তোমার প্রেমের মাধুরি আমার মনকে উতলা করে
ছেড়োনা এ হাত করি প্রণিপাত ধরো এ হাতটা জোরে।
হায়রে নিয়তি একি দুর্গতি প্রেম এসে চলে যায়
যার চলে যায় বুকে ব্যথা পায় আঁধারে হারিয়ে যায়।
এই মধু মাস বহিছে বাতাস নানা ফুল ফোটে গাছে
শিমূল পলাশ জানে অভিলাষ লাল হয়ে ফুটে আছে।
হারানো হিয়ার ঠিকানা লিখেছি শাল পিয়ালের কোলে
মহুয়া ফুলের মাতাল সুবাসে মধুমাস যেন দোলে।
ছেড়ো নাকো হাত কথা দাও সারাজীবন সঙ্গ দেবে
এই মধু মাসে মধু বিশ্বাসে তুমি ই ফুল ফোটাবে।
হাত ধরে তুমি নিয়ে চলো সখা জীবন নদীর পারে
আমরা দুজনা স্বর্গ রচনা করবো মাটির পরে।।