হাঁটতে হাঁটতে রাত্রি কাবার,হাঁটতে গিয়ে ভোর
বন্ধু তোর পাইনা দেখা,খবর কি রে তোর!
ছোট থেকে শেখা হামাগুড়ি,এক’পা দু’পা ফেলা
মনে কি পরে বন্ধু সেসব,এক্কা দুক্কা খেলা!
পথ চলেছি আঁকা বাঁকা, কত লোকের ভিড়
ভিড়ের মাঝে আজও খুঁজি,হয়ে যাই অস্থির।
তবুও আজ খুঁজতে দিশা,খানাখন্দে কাটে পা,
বাইরের ছেঁড়াকাটা সারে,কৈ শুকায় হৃদয় ঘা।
বন্ধু একাই পথ হেঁটে যাই,এ পথ চলাতেই সুখ,
গতিময়তা জীবন মন্ত্র,একাকিত্বে কাঁপুক বুক।
দিন উজ্জ্বল রৌদ্র কিরণে,জোছনায় ভাসে চাঁদ
প্রেম পীড়িতি বড্ড জ্বালায়,এ এক বড়ো ফাঁদ।
“হাঁটি হাঁটি পা পা” রব,স্মৃতিতে ভাসে আজও
জীবন এক বাজি হয়ে,আলো আঁধারে ভাসে।
হাঁটছে সবাই,হাঁটছো তুমিও,ঠিক আমারই মতো
ভাবনার রাতে তুমিও হাঁটো,ক্ষত নিয়ে অবিরত।
দিন চলে যায় রাতের অতলে,আঁকাবাঁকা হয় পথ
যেখানেই থাক বন্ধু তুই ,ছুটুক রে তোর জয় রথ।
তুই ও জানি ভাবনা নিয়ে সাঁতার কাটিস রাতে হাঁটিস ,কাঁদিস,থমকে দাঁড়াস,আমার সাথে সাথে।