দুরন্ত শৈশব বন্দী খাঁচায়
বাঁচার আছে কোন উপায়?
চলছে টিক টিক ওই ঘড়ি
পরেছে ওরা পায়ে বেড়ি।
নেই গুঁতোগুঁতি হুড়োহুড়ি
পিঠের ব্য্যগ বেজায় ভারী,
নেই টিফিনের কারাকারি
নেই দুষ্টুমি আর মারামারি।
বদ্ধ ঘরে আজ বন্দী ওরা
অনলাইনে করে শুধু পড়া
নেই যে ওদের দস্যিপনা
অরুচি এখন পড়াশোনা।
স্কুলের গেটে ঝুলছে তালা
কবে যে আর হবে খোলা,
নেই ছেলেদের খেলাধুলা
বন্দী খাঁচায় ওরা হরবোলা।