হয়তো আমার এই জীবন তরী হঠাৎ যাবে ডুবে,
অনন্তের ওই ফল্গুধারায় কাঙ্ক্ষিত ইচ্ছেগুলোও ভাসবে।
হয়তো সেদিন হাসবে বাতাস একটু স্বাধীনতা পেয়ে,
দুঃখ বিলাসী আত্মারা সব থাকবে করুণ দৃষ্টিতে চেয়ে।
হয়তো ফাঁকা ময়দানের আকাশে উড়বে শতেক ঘুড়ি,
প্রতিস্পর্ধায় মাতবে না কেউ খুঁজবে না প্রাণের জুড়ি।
হয়তো আলগা হবে যাপনের বাঁধন একাকীত্বের ঘরে,
মুক্তি এসে ঝাপটে ডানা অস্বস্তি কাটাবে বেঘোরে।
হয়তো বন্ধ হবে প্রাণভোমরার লুকোচুরি খেলা,
জানবে না আর মুক্ত আত্মা সকাল কিংবা সাঁঝ বেলা।
হয়তো স্বপ্নেরা সব ঘুমোবে নিশ্চিন্তে মহাকালের কোলে,
শেষ লগ্নে করবো না আর উসুল চোখের জলে।।