ঘুমের ঘোরে চলে গেলাম
হবু রাজার দেশে,
হবু রাজা, গোবু মন্ত্রী,
ঘোরেন নানান বেশে।
হবু রাজা বেজায় খুশি
বসে সিংহাসনে,
প্রজারাও খুশি সবাই,
রাজার আগমনে।
ঘোষণা করেন,গড়ব আমি
দুর্নীতি-হীন দেশ,
কোটি টাকার পোশাকে সে,
আহা! কী যে-তার বেশ!
কিছুদিনেই ধর্ষণকারী
সব হলো জেল মুক্ত,
রাজা এনে মন্ত্রিসভায়
করেন তাদের যুক্ত!
যত ছিল চোর কয়েদী,
দিলেন তাদের ছেড়ে,
চামচারা সব বলে ওঠে,
বেড়ে রাজা বেড়ে।
নিন্দুকেরা নিন্দা রটায়,
এটা কেমন নীতি,
দুষ্কৃতীদের ছেড়ে দিলে
বাড়বে যে দুর্নীতি!
(মন্ত্রী বলেন,)
চোরেরা দেশ চালালে আর,
হয় না দেশে চুরি,
চোর হয় যদি শাসনকর্তা,
নেবে না কেউ হরি।