ফুল বাগিচায় সেই লুকোচুরি
আড়ি আড়ি ভাব খেলা
খুনসুটিতে তো সমান সমান
খেলায় কাটত বেলা।
আমায় হঠাৎ ছেড়ে গেলি সখা
পরানের পাখি কাঁদে
তাইতো ভাবি রে কোথায় খুঁজব
যেন তোকে দেখি ছাদে।
অন্তর বলে আছিস অদূরে
চেনা জানা কোনো ঘরে
দুজনে যে বড়ো হয়ে গেছি সখা
চিনব কেমন করে।
তিরিশ বছর পরে দেখি তোকে
বেশ চেনা চেনা লাগে
সোমা বলে ডাকে ফিকফিক হাসি
আমার টনক জাগে।