কি হবে আর দেখা হয়ে
ফিরতি পথের শেষ যামে
এখান থেকেই পথ বেঁকেছে
বিয়োগ ব্যাথা ডাইনে বামে
তুমি যাবে ভিন্ন পথে
খুঁজছো তুমি হারানো সুখ
একলা আমি অন্য পথে
যে দিকেতে কষ্টমুখ।
আমার দিকে উছল নদী
হিংস্র প্রানী গহীন বন
তোমার দিকে হাস্যমুখে
অপেক্ষাতে আপনজন।
মুখোমুখি তুমি আমি
মোড়ের মুখে শেষ প্রহরে
স্মৃতি কথার মালা গেঁথে
বিদায় নেব নতুন ভোরে।
ভালো থেকো সবার সাথে
সুখের ঘরের চাবি নিয়ে
কষ্ট থাকুক আমার সাথে
মিথ্যে আশার সঙ্গী হয়ে।