তোমায় যখন ভালোবাসি বলি,
ভালোবাসা থেকে দূরে যাও চলে।
বর্তমান ফেলে,অতীত হাতড়াও আনমনে।
যখন ভীষণ রকম অভিমানে
নিরুদ্দেশে উড়ে চলি ডানা মেলে,
বৃষ্টির মতো ঝরে পড় অক্লেশে।
এমন করেই তুমি প্রেমিক হও,
রাজহংসের মতো গ্রীবা উঁচু করে।
অপেক্ষার প্রহর গোনে হংসমিথুনে!
তোমায় যখন ভালোবাসি বলি,
ভালোবাসা থেকে দূরে যাও চলে।
বর্তমান ফেলে,অতীত হাতড়াও আনমনে।
যখন ভীষণ রকম অভিমানে
নিরুদ্দেশে উড়ে চলি ডানা মেলে,
বৃষ্টির মতো ঝরে পড় অক্লেশে।
এমন করেই তুমি প্রেমিক হও,
রাজহংসের মতো গ্রীবা উঁচু করে।
অপেক্ষার প্রহর গোনে হংসমিথুনে!