হয়তো ভেসে যাবো নদীর স্রোতে
যেখানে বইছে -আমি বিহনে
তোমার চোখের লবনাক্ত পানির ঢল,
মিশে যাবো সাগর হতে মহাসাগরের
গভীরে।
ভাবছো কিছু?
তুমি যাবেই যাবে অজানা ঠিকানায়
যেখানে আমাকেও যেতেই হবে ;
তাঁর আদেশে -অচেনা দেশে কিংবা
সৌর মন্ডলের কোনো এক গ্রহে নাহয় –
সাত আকাশের কোনো নিলীমায়।
ভাবছি!হয়তো দেখা হয়ে যেতেই পারে
তোমার আমার কর্মের ফল যা রেখে গেছি-
পৃথিবী নামের গ্রহের বুকে।
তবে যাও তুমি,
শীঘ্রই আসছি আমি।