জীবন ভেলা কালের স্রোতে
যায় ভেসে যায় দূরে,
স্মৃতি মাঝে চুপকথারা
থাকে হৃদয় জুড়ে।
ব্যথা ভরা কত স্মৃতি
থাকে যেমন মনে,
সুখের স্মৃতি থাকে তেমন
মধুর প্রীতি সনে।
সোহাগ ভরা কত স্মৃতি
কালের স্রোতের টানে,
হঠাৎ করে যায় হারিয়ে
কাল বিবর্ত বানে।
বিধির নিয়ম মত চলা
সুখ ও দুঃখ সাথে,
ভালো মন্দ নিয়েই জীবন
স্বপ্ন সুখে মাতে।
বিষাদ ঘন কিছু স্মৃতি
থাকে মনের মাঝে,
সেসব নিয়েই জীবন ভেলা
চলে সকাল সাঁঝে।